নয় বছরের দাম্পত্য জীবনের ইতি

আলাদা পথ বেছে নিলেন মুগ্ধা চাপেকর ও রবীশ দেশাই

এফএনএস বিনোদন | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৫, ০৫:৩৯ পিএম
আলাদা পথ বেছে নিলেন মুগ্ধা চাপেকর ও রবীশ দেশাই
মুগ্ধা চাপেকর ও রবীশ দেশাই

ভারতের জনপ্রিয় টেলিভিশন তারকা মুগ্ধা চাপেকর এবং রবীশ দেশাই দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি হৃদয়ছোঁয়া যৌথ বিবৃতির মাধ্যমে তাঁরা এই বিচ্ছেদের খবর নিশ্চিত করেন। ২০১৬ সালে প্রেমের সফল পরিণতি হিসেবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা দম্পতি।

তাঁদের পরিচয়ের সূচনা ২০১৪ সালে, জি টিভির জনপ্রিয় ধারাবাহিক সাতরঙ্গি সাসুরাল–এর সেটে। প্রথম দেখা থেকেই পরস্পরের প্রতি টান অনুভব করেন তাঁরা এবং তা ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। দাম্পত্য জীবনে দীর্ঘ সময় একসঙ্গে পথচলার পর, শেষমেশ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তাঁরা, তবে তা সম্মানের সঙ্গেই।

রবীশ দেশাই তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “অনেক ভাবনা-চিন্তার পর মুগ্ধা ও আমি স্বামী-স্ত্রী হিসেবে আমাদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এই দীর্ঘ সম্পর্কের মাঝে ভালোবাসা, বন্ধুত্ব ও শ্রদ্ধা ছিল যা আমাদের মাঝে আজও রয়ে গেছে এবং সবসময় থাকবে।”

এই তারকা জুটি আরও অনুরোধ করেন, ব্যক্তিগত এই সময়টিতে যেন তাদের গোপনীয়তা রক্ষা করা হয় এবং কেউ যেন কোনো ধরনের গুজব বা ভিত্তিহীন তথ্যে কান না দেন। তারা তাদের অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে লেখেন, “আমাদের নিরাময়ের এই পথে দয়া করে পাশে থাকুন, সমর্থন দিন এবং গোপনীয়তাটুকু বজায় রাখুন। আপনাদের ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ।”

এই ঘোষণা অনেক ভক্তের কাছেই বিস্ময়কর, কারণ বাস্তব জীবনে তাঁদের রসায়ন এবং পারস্পরিক বোঝাপড়া ছিল বেশ প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে কাজ এবং জীবনের প্রতিটি ধাপে পাশে থাকার কারণে তাঁদের বন্ধন যেন অনুকরণীয় হয়ে উঠেছিল।

অভিনেত্রী মুগ্ধা চাপেকর ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে ‘প্রাচী মেহরা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। তিনি ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত এবং ১৯৯৫ সালে হিন্দি সিনেমা আজমাইশ–এ শিশুশিল্পী হিসেবে কাজ করেন। এরপর তিনি মারাঠি ও হিন্দি মিলিয়ে বেশ কিছু জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন।

অন্যদিকে, রবীশ দেশাই অভিনয় করেছেন হরর স্টোরি, CTRL, এবং সদ্য মুক্তিপ্রাপ্ত বিজয় ৬৯–এর মতো হিন্দি চলচ্চিত্রে। ছোট পর্দা এবং বড় পর্দা, উভয় ক্ষেত্রেই তাঁর দক্ষতা প্রশংসিত হয়েছে।

এই বিচ্ছেদ শুধুই একটি সম্পর্কের সমাপ্তি নয়, বরং ব্যক্তিগত সুস্থতা ও নিজস্ব পথ বেছে নেওয়ার সাহসী সিদ্ধান্তের প্রতিফলন। মুগ্ধা ও রবীশ দুজনেই ভবিষ্যতে আলাদা পথে এগিয়ে গেলেও তাঁদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং বন্ধুত্ব বজায় থাকবে বলে জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে