ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা সন্মেলন কক্ষে এক আলোচনা সভা করেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ রোকন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি জয়নুল আবেদীন কামাল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভুুমি) নিশাত ফারাবী, অধ্যক্ষ নিখিল রঞ্জন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, থানা অফিসার ইনচার্জ আব্দুল গাফাফার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুসও উপজেলা জাকের পার্টি সভাপতি রাজা মিয়া প্রমূখ ।