বলিউডের গ্রীক গড খ্যাত সুপারস্টার হৃতিক রোশন এবার হয়তো সত্যি সত্যিই পা রাখতে চলেছেন হলিউডের মঞ্চে। ২৫ বছরের দীর্ঘ অভিনয় জীবনকে পেছনে রেখে এখন তার দৃষ্টি আন্তর্জাতিক আকাশে। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি ক্রিস্টোফার নোলানের সঙ্গে কাজ করার প্রবল আগ্রহ প্রকাশ করার পর থেকেই জল্পনা তুঙ্গে—তবে কি এবার নোলানের হাত ধরেই হলিউড যাত্রা?
যুক্তরাষ্ট্রের আটলান্টায় আয়োজিত একটি সম্মেলনে হৃতিক রোশন বলেন, “আমার প্রথম স্বপ্ন ছিল বাবার (রাকেশ রোশন) সঙ্গে কাজ করা। ‘কহো না... প্যায়ার হ্যায়’ ছবিতে সেই স্বপ্ন পূরণ হয়েছিল। এখন আমার নতুন স্বপ্ন, আমি ক্রিস্টোফার নোলানের সঙ্গে কাজ করতে চাই।”
তার এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এমন আন্তরিক ইচ্ছাপ্রকাশ বলিউড ও হলিউড উভয় মহলেই সাড়া ফেলেছে। টিনসেল টাউনে গুঞ্জন—হৃতিক-নোলান জুটি সম্ভবত বাস্তবেই পর্দায় আসতে চলেছে।
অভিনয়ের পাশাপাশি হৃতিক এখন ব্যস্ত ‘কৃষ ৪’-এর প্রস্তুতিতে। শুধু মুখ্য চরিত্রে অভিনয়ই নয়, এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। বাবার জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিকে নতুন রূপে ফিরিয়ে আনার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন অভিনেতা।
তাছাড়াও তার হাতে রয়েছে একাধিক বলিউড প্রজেক্ট, যার মধ্যে রয়েছে অ্যাকশনধর্মী ছবি এবং থ্রিলার। কিন্তু সেই তালিকার মধ্যেই হঠাৎ করে হলিউডের নাম জুড়ে যাওয়া হৃতিকের ক্যারিয়ারকে এক নতুন মোড়ে নিয়ে যেতে পারে।
এটাই প্রথম নয়, যখন হৃতিকের হলিউডে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২০২০ সালেই তিনি আমেরিকার গ্রেস নামের এক আন্তর্জাতিক ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হন। তখন শোনা গিয়েছিল, তিনি একটি থ্রিলারধর্মী আন্তর্জাতিক প্রজেক্টে অভিনয় করবেন। যদিও পরে সে বিষয়ে আর কোনো নতুন তথ্য প্রকাশ পায়নি।
যে পরিচালকের নাম ‘মেমেন্টো’, ‘ইনসেপশন’, ‘দ্য ডার্ক নাইট’, ‘ইন্টারস্টেলার’ ও ‘ওপেনহাইমার’-এর মতো যুগান্তকারী সিনেমার সঙ্গে জড়িত, তার সঙ্গে কাজ করা যে কোনও অভিনেতার ক্যারিয়ারে এক নতুন অধ্যায় যোগ করতে পারে—তা বলাই বাহুল্য। ২০২৪ সালের অস্কারে ‘ওপেনহাইমার’ সেরা ছবি, সেরা পরিচালকসহ একাধিক বিভাগে জয়ী হয়েছে, যা নোলানকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।