মহাদেবপুরে নদীর বাঁধ পাকাকরণের দাবিতে ইউএনওর নিকট স্মারকলিপি

এফএনএস (রওশন জাহান, মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৫, ০৬:২৪ পিএম
মহাদেবপুরে নদীর বাঁধ পাকাকরণের দাবিতে ইউএনওর নিকট স্মারকলিপি

নওগাঁর মহাদেবপুরে রামচন্দ্রপুর থেকে মহিষবাথান পর্যন্ত আত্রাই নদীর পশ্চিম পাড়ের বাঁধ পাকাকরণের দাবিতে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি পালন ও ইউএনওর নিকট স্মারকলিপি পেশ করেছেন স্থানীয়রা। রোববার (৬ এপ্রিল) বেলা ১১টায় রামচন্দ্রপুর ও আশেপাশের কয়েকশ’ গ্রামবাসী বিক্ষোভ মিছিল করে দীর্ঘ পথ পারি দিয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে এসে অবস্থান নেয়। সেখানে বক্তব্য দেন, ওই গ্রামের বাসিন্দা খাজুর ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক খাইরুল ইসলাম, শ্রমিক নেতা সাইফুল ইসলাম স্বপন, বিএনপি নেতা আহসান হাবিব প্রমুখ। বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড বাঁধটি উঁচু করে নির্মাণ করেছে। কিন্তু উপরের অংশ চওড়া খুব কম। এছাড়া লাল মাটি দিয়ে বাঁধ তৈরি করায় বর্ষার সময় কঠিন কাদায় পরিণত হয়। মানুষ চলাচল করতে পারেননা। এখানে প্রায়ই দূর্ঘটনা ঘটে। রামচন্দ্রপুর থেকে মহিষবাথান পর্যন্ত মাত্র ৪ কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হলে এ সমস্যার সমাধান হয়। তখন এই বাঁধের উপর দিয়ে মহাদেবপুর থেকে পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলা সদরের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।

পরে এসংক্রান্ত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা জামায়াত নেতা মাওলানা আব্দুল ওহাব, সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম, শ্রমিক নেতা সাইফুল ইসলাম স্বপন, বিএনপির নেতা আহসান হাবীব, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর দর্পণের সম্পাদক কিউ, এম, সাঈদ টিটো প্রমুখ।

ইউএনও মো: আরিফুজ্জামান বিষয়টি ভালো করে শুনে উপজেলা প্রকৌশলী সৈকত দাসকে ডেকে এসংক্রান্ত একটি প্রকল্প তৈরির নির্দেশ দেন।

আপনার জেলার সংবাদ পড়তে