গজারিয়ায় ওএমএসের চাল জব্দ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০১:৫২ পিএম
গজারিয়ায় ওএমএসের চাল জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ওএমএস এর ৩৩ বস্তায়  ষোল'শ পঞ্চাশ কেজি চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। রবিবার রাত ৮টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজারে এই চাল জব্দ করা হয়।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম জানান, গোপন সংবাদের বিত্তিতে রসুলপুর বাজারের ওএমএসের ডিলার মোফাজ্জল হোসেনের দোকানে খাদ্য অধিদপ্তরের লোগো সম্মিলিত বস্তা পরিবর্তন করে নিজস্ব মোড়ক সম্মিলিত ৩৩ বস্তায় ষোল'শ পঞ্চাশ কেজি চাল জব্দ করা হয় এবং বস্তা পরিবর্তন কাজে নিয়োজিত দুজন কর্মচারীকে আটক করা হয়। এ সময় ডিলার পালিয়ে যাওয়ায় দোকানটি সীলগালা করা হয়। এ বিষয়ে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।

আপনার জেলার সংবাদ পড়তে