রাজশাহীর বাঘায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র সাগর আহমেদ তোতা (১৮) চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তোতা সরদার আড়ানী পৌরসভার গোচর গ্রামের শফি সরদারের ছেলে এবং আড়ানী ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। জানা গেছে, বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে সাগর আহমেদ তোতা আড়ানী বাজার থেকে কালুহাটি বাজারের দিকে যাচ্ছিল। আড়ানী-কালুহাটি সড়কের বড়াল নদীর ধারে মসজিদ সংলগ্ন মিজানুর রহমানের বাড়ি সামনে পৌঁছলে অপর দিক থেকে আসা এক বৃদ্ধকে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয়। এতে সে নিজে রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬দিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার পিতা শফি সরদার। সাগর আহমেদ তোতার জানাজা নামাজ শেষে সন্ধ্যার আগে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।