ঐতিহ্যবাহী বৌলাই ঈদগাহ বৌলাই সাহেব বাড়ির কৃতি সন্তান সৈয়দ আজিজুল হক সাহেব ১৯৩২ সনে ঈদের নামাজের জন্য চল্লিশ শতাংশ ভূমি ওয়াকফ করে দিয়ে যান। পরবর্তী সময়ে এই মাঠের দায়িত্ব পালন করেন বৌলাই ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব হাফেজ ওমর আলী সাহেব। উনি বিগত ৪০ বছর যাবত উনার সভাপতি ও ইমামের দায়িত ২০০১ সাল পর্যন্ত পালন করেন পরবর্তী সময়ে সৈয়দ আনিসুল হক সাহেবের মুতাওয়াল্লিতে উনি দায়িত্ব পালন করেন। হাফেজ ওমর আলী সাহেব বিগত ২০০১ সালে মৃত্যুবরণ করায় উনার সন্তান হাফেজ মাওলানা রাশিদ আহমেদ ২০০১ সাল থেকে বর্তমান ২০২৫ সাল পর্যন্ত উনার সভাপতি ও ইমামের দায়িত্ব পালন করেন। ঈদগাহ মাঠটি সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয় বৌলাই প্রাথমিক বিদ্যালয় ও বৌলাই চৌরাস্তা বাজার মসজিদ এই বাউন্ডারির ভিতরে সুন্দর একটি পরিবেশে প্রতি বৎসর হাজারো হাজারো মানুষের উপস্থিতিতে ঈদের জামাত হয়ে আসছে। গত ৩১ শে মার্চ হাফেজ রাশিদ আহমদের ইমামতিতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এই মাঠের সৈয়দ আজিজুল হক ঈদগাহ সুপার মার্কেট ও একটি পুকুর রয়েছে, সৌন্দর্য বর্ধনে প্রতিবছর অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে।