চিলমারীতে স্বস্তির বৃষ্টি

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৫:১১ পিএম
চিলমারীতে স্বস্তির বৃষ্টি

কুড়িগ্রামের চিলমারীতে সাত মাস পর গত রোববার রাতে স্বস্তির বৃষ্টি হয়েছে। দীর্ঘ দিন পর এ উপজেলায় এমন বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। এক পসরা বৃষ্টি হওয়ায় ইরি ক্ষেত গাছ-পালা ও উঠতি ফসলে সজিবতা ফিরে এসেছে। কয়েক দিন ধরে সাধারণ মানুষ ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে পড়ে, বৃষ্টির পরে মানুষ প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে। খামারপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিক (৭৫) জানান, সাত মাস পর গত রোববার রাতে বৃষ্টি হওয়ায় গাছ-পালা, বাঁশ ঝাড়, উঠতি ফসল সজিবতা ফিরে পাওয়াসহ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে