সাত মাস ধরে রাস্তার কাজ না হওয়ায় দূর্ভোগ পথচারীদের

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৫:১৩ পিএম
সাত মাস ধরে রাস্তার কাজ না হওয়ায় দূর্ভোগ পথচারীদের

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা সদরের রাস্তার কাজ সাত মাস ধরে না হওয়ায় মাটিকাটা মোড় থেকে চিলমারী-হরিপুর ব্রীজ পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় গর্তের সৃষ্টি হয়ে পথচারী ও যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এতে ঝুকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহন, প্রায়ই ঘটছে দূর্ঘটনা। দূর্ভোগ পোহাচ্ছেন এলাকার সাধারণ মানুষও। দীর্ঘদিন থেকে রাস্তার সংস্কারের নেই কোন উদ্যোগ। গতকাল সোমবার সরেজমিনে ঘুরে দেখা যায় উপজেলা থানাহাট সদর থেকে শরিফেরহাট বাঁধ পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা একে বারে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ধুলা বালির আস্তরণে ঢাকা পড়ছে রাস্তার আশপাশের বাড়ি ও দোকানগুলো। উপজেলা মোড়ের বাসিন্দা রাসেল মিয়া জানান, ১৫ মিনিটের পথ যেতে সময় লাগছে আধা ঘণ্টারও বেশি। বিড়ম্বনার শিকার হচ্ছে শিক্ষার্থী ও রোগী। অথচ দেখে বোঝার উপায় নাই এক সময় পিচ ঢাকা ছিল এই রাস্তা। অটো চালক লিটন জানান, রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হওয়ায় যাত্রী নিয়ে চলাচল করেত বিড়ম্বনায় পড়তে হয়। যাত্রীরাও ভোগান্তির শিকার হয় এবং গাড়িরও ক্ষতি হয়। চিলমারী উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ জুলফিকার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অতিসত্তর রাস্তার কাজ শুরু করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে