আইপিএলে গত রোববারের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে গুজরাট টাইটান্স। ম্যাচে বল হাতে ব্যর্থ ছিলেন গুজরাট টাইটান্সের পেসার ইশান্ত শর্মা। নিয়ম ভাঙায় ম্যাচশেষে জরিমানাও দিতে হয়েছে তাকে। আইপিএলের ২০২৫ আসরে একেবারেই ভালো করতে পারছেন না ইশান্ত শর্মা। তিন ম্যাচ খেললেও পারফরম্যান্সে বিবর্ণ এই পেসার। এক উইকেট পেলেও তার ইকোনমি রেট ১২.১৩। হায়দরাবাদের বিপক্ষে চার ওভারে ৫৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ৩৬ বছর বয়সী এই পেসার। ম্যাচশেষে তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাও করা হয়েছে। ইশান্তের জরিমানার নির্দিষ্ট কারণ অবশ্য জানায়নি আইপিএল কর্তৃপক্ষ। আইপিএল কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইশান্ত শর্মাকে আইপিএল কোড অব কন্ডাক্টের ২.২-ধারার অধীনে লেভেল ওয়ানের আওতায় দোষী সাব্যস্ত করা হয়েছে এবং এই তারকা বোলার দোষ স্বীকার করেছেন ও ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আচরণবিধির লেভেল ওয়ান লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক। আইপিএলের নিয়মাবলীর ২.২ অনুচ্ছেদে বলা হয়েছে, স্বাভাবিক এবং ক্রিকেটীয় কার্যকলাপের বাইরে যে কোন কাজ, যেমন উইকেটে আঘাত করা বা লাথি মারা, ইচ্ছাকৃত ভাবে, বেপরোয়া ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে (যে কোনও ক্ষেত্রেই যদি দুর্ঘটনাজনিত হয়) বিজ্ঞাপন বোর্ড, বাউন্ডারি লাইন, ড্রেসিং রুমের দরজা, আয়না, জানালা এবং অন্যান্য জিনিসপত্র এবং ফিটিংগুলির ক্ষতি করলে এই ধারায় শাস্তি পেতে হবে। তবে ইশান্ত ঠিক কোনটি করেছেন, সেটা পরিষ্কার ভাবে জানানো হয়নি। ইশান্ত শর্মা জরিমানা দিলেও তার দল জয়ের ধারায় রয়েছে। চার ম্যাচের তিনটিতে জেতা গুজরাট টাইটান্স ছয় পয়েন্ট নিয়ে এখন আছে পয়েন্ট তালিকার দুই নম্বরে। অন্যদিকে পাঁচ ম্যাচের একটিতে জয় পাওয়া সানরাইজার্স হায়দরাবাদ আছে তলানিতে।