নির্মম বর্বরতা আর গণহত্যার বিরুদ্ধে ঝিনাইদহের শৈলকুপায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় শৈলকুপা ডিগ্রী কলেজ চত্বর থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে। ইসরায়েলের নির্মম বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়া, প্রতিরোধ গড়ে তোলা, দেশটির পন্য বয়কট, মুসলিম নিধন, গণহত্যা বন্ধকরনসহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শিক্ষার্থীরা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল আমিন বিশ্বাস, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল আলীম, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাকিবুজ্জামানসহ প্রমুখ।