কাপাসিয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৫, ০১:২৬ পিএম
কাপাসিয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সন্মানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সনমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোবারক হোসেনকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ৮ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন সদর রোড থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম এ তথ্য নিশ্চিত করে জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা রয়েছে। ওই মামলায় সে এজাহার নামীয় আসামী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কাপাসিয়া উপজেলা সাফাইশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে চেয়ারম্যান ও চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গ্রেফতারের পর চেয়ারম্যান বলেন, আমি জন্ম নিবন্ধনের কাজে কাপাসিয়া উপজেলা পরিষদে এসেছিলাম।

মামলার তদন্ত কর্মকর্তা কাপাসিয়া থানার এস আই মনিরুল ইসলাম বলেন,  মামলাটি গত ৪ আগষ্টের হামলার ঘটনায় ফরহাদ হোসেন বাদী হয়ে দায়ের করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে