ফিলিস্তিনির গণহত্যার প্রতিবাদে চাঁদপুরে কমিউনিস্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৫, ০১:২৯ পিএম
ফিলিস্তিনির গণহত্যার প্রতিবাদে চাঁদপুরে কমিউনিস্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ

ফিলিস্তিনির গাজায় সাম্রাজ্যবাদের মদতে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের  কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ৮ এপ্রিল, মঙ্গলবার বিকাল ৫ টায় শহরের শপথ চত্বরে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের  কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির  সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, জেলা কমিটির সদস্য সুধাংশু সাহা, মতলব দক্ষিণ উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মো: মোশতাক আহমেদ, নাট্যকর্মী মোখলেছুর রহমান। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন কমিউনিস্ট পার্টির নেতা ডা: শ্যামল চন্দ্র ঘোষ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বছরের পর বছর ফিলিস্তিন-ইসরাইলী দ্বন্দ্ব বিদ্যমান। ইসরাইল সাম্রাজ্যবাদীদের মদতে নিরীহ ফিলিস্তিনী জনগণের উপর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে। বোমা বর্ষণে পাখির মতো উড়ে মানুষ মরছে। মানবতার অবশিষ্ট আর কিছুই রইলোনা। অসভ্য ও বর্বরোচিত এ হামলায় বিশ্ববাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। 

নেতৃবৃন্দ আরও বলেন, এ ইস্যুেত আন্দোলনে এসে কিছু সুযোগসন্ধানী আন্দোলনে ঢ়ুকে দোকানিদের মালামাল লুট করেছে, যা লজ্জার এবং ঘৃণিত কাজ। যারা এসব ন্যক্কারজনক কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে