শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৫, ০২:৪৩ পিএম
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

শেরপুর ম্যাজিস্ট্রেসির আয়োজনে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে জেলা ও দায়রা জজ আদালত ভবন সম্মেলন কক্ষে আয়োজিত ওই কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে কনফারেন্সে আরও বক্তব্য রাখেন শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জামালপুর পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত পিপিএম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান প্রমুখ।

এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, সেনাবাহিনী, র‌্যাব ও সিআইডির প্রতিনিধি, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কনফারেন্সে পরোয়ানা জারি ও তামিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে অপ্রত্যাশিত বাধা অপসারণ, সময়মত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান সংক্রান্ত, জেল হাজত হতে বিচারাধীন বন্দীদের সঠিক সময়ে আদালতে উপস্থাপন, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, আদালত প্রাঙ্গণের নিরাপত্তার পদক্ষেপ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে সময়মত আলামত উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিস্পত্তির বিষয়ে পুলিশ ম্যাজিস্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিস্পিত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে