গতকাল বুধবার সকাল১১টায় ইউসিসিএ এর হলরুমে ৯ এপ্রিল উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিঃ এর সাধারন সভা ও কাহারোল ইউসিসিএ লিঃ এর রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক নির্বাচিত হওয়ায় কাহারোল ইউসিসি লিঃ এর সভাপতি, মোঃ নূরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার আয়োজন করেন কাহারোল ইউসিসিএলিঃ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাহারোল ইউসিসি লিঃ এর সভাপতি, মোঃ নূরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কাহারোল উপজেলা বিএনপি সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারন সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, কাহারোল উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন অফিসার আরিফা আরমান আরা। বক্তব্য রাখেন, বীরগঞ্জ ইউসিসিএ লিঃ এর সভাপতি মোঃ ইসমাইল হোসেন, কাহারোল ইউসিসিএ লিঃ এর পরিচালক মোঃ আব্দুর রউফ প্রমুখ।