যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে বুধবার বেলা এগারোটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বাটাজোর বন্দরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়েছে।
বাটাজোর ইউনিয়নের সর্বস্তরের জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, যুবদলসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘গাজা বাঁচাও’, ‘ইসরায়েলের গণহত্যা বন্ধ কর’, ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই’ ‘ইহুদীদের সবধরনের পন্য বর্জন করো’ শ্লোগানে মুখর করে তোলেন গোটা এলাকা।
শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যে বর্বরতা গাজায় চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শিশু, নারী, সাংবাদিক, বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণ মানবাধিকারের চরম লঙ্ঘন। বক্তারা বিশ্ব সম্প্রদায়ের মোড়লদের নিরবতার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সবশেষে ফিলিস্তিনবাসীকে হেফাজতের জন্য সৃষ্টিকর্তার রহমত চেয়ে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়েছে।