নেত্রকোণার কলমাকন্দা থেকে মা মনি এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল ঢাকা। যাহার বাস নম্বর ঢাকা মেট্রো-ব ১৩-১০৬৬। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসটিতে অভিযান পরিচালনা করে ত্রিশাল থানা পুলিশ। এসময় বাস থেকে তেষট্টি বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে এক প্রেস বিফিং-এ বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকায় অবস্থিত নিগার জামান ফিলিং ষ্টেশন সামনে অবস্থান করা পুলিশ চেকপোষ্টে তল্লাশী পরিচালনা করা হয় নেত্রকোনা জেলার কলমাকান্দার লেঙ্গুরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে।
বাসটিতে তল্লাসী চালানোর সময় বাস চালক, সুপারভাইজার ও হেলপারদের দেয়া তথ্যমতে বাসের পিছনের দিকে নিচে অতিরিক্ত চাকা রাখার জায়গায় সুকৌশলে ৩টি ছোট পাটের বস্তার ভিতরে থাকা তেষট্টি বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বাস চালক, হেলপার ও সুপারভাইজার বাহির করে নিয়ে আসে।
এসময় তিনজনকে আকট করে ত্রিশাল থানা পুলিশ। আটককৃতরা হল, নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার রামন নগর কুমুদগঞ্জ এলাকার কাঞ্চন মিয়া (২৭), একই উপজেলার লক্ষীপুর গ্রামের ইয়াসিন আরাফাত (২২) ও শান্তিপুর এলাকার রিফাত মিয়া বাবু (২৪)। আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ।
বাস, উদ্ধারকৃত ভারতীয় মদের ৬৩টি বোতল, চালক, সুপারভাইজার ও হেলপারদের থানায় নামে এজাহার দায়ের করা হলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি(২) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্র জানায়।