গাবতলী থানায় মারপিট ও টাকা ছিনতাই অভিযোগ করায় উল্টো ধর্ষনের চেষ্টা মামলা

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া): | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৫, ০৫:১৩ পিএম
গাবতলী থানায় মারপিট ও টাকা ছিনতাই অভিযোগ করায় উল্টো ধর্ষনের চেষ্টা মামলা

বগুড়ার গাবতলী থানায় মারপিট করে আহত ও টাকা কেড়ে নেয়ার অভিযোগ করায়, বাদীকে ঘায়েল করতে আদালতে উল্টো ধর্ষন চেষ্টা মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  ঘটনাটি ঘটেছে গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বড় ইটালী গ্রামে।

থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ থেকে জানাযায়,  বড় ইটালী গ্রামের মৃত তালেব আলী আকন্দের ছেলে বাদী আনিছার রহমান বলেছেন, ১৩ মার্চ বিকেল ৫ টায়  ছোট মেয়ের জামাইকে ছেলে রাকিবুল ইসলাম  ৫০ হাজার টাকা দেয়ার জন্য যাচ্ছিল। পথিমধ্যে  বাগবাড়ির মাঝবাড়ী নামকস্থানে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাদীর ছোট ভাইয়ের স্ত্রী রেহেনার সাথে কথা-কাটাকাটি হয়। এসময় বাদীর ছেলে রাকিবুল ইসলাম সেখানে পেয়ে বিবাদীরা মারপিট করে আহত করে। তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এঘটনায় থানায় ১৪ মার্চ আনিছার রহমান বাদী হয়ে আরাফাত, বাছেদ, তানজিলা, নাজমা, মাবিয়ার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগ বাগবাড়ি ফাঁড়ির এস আই ইফতে খায়রুল ইসলাম তদন্ত করছেন বলে জানাগেছে।

বাদী আনিছার আকন্দ অভিযোগ করে বলেন,  এই অভিযোগ ও ঘটনা ভিন্নভাবে নিতে, নাজমা খাতুনকে দিয়ে আদালতে ভোদন ও রাকিব বাবুর বিরুদ্ধে ধর্ষন চেষ্টার একটি মিথ্যা মামলা দিয়েছে। তিনি প্রশাসনের কাছে সঠিক তদন্ত দাবী করেছেন।

ধর্যন মামলার বাদী নাজমা খাতুনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আপনার জেলার সংবাদ পড়তে