পাঁচবিবিতে ভারতীয় সীমান্তে ফেন্সিডিল সহ আটক ১

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৫, ০৬:০৯ পিএম
পাঁচবিবিতে ভারতীয় সীমান্তে ফেন্সিডিল সহ আটক ১

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ৫শ ১৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ নাসিম হোসেন (২৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে ১৪ ব্যাটালিয়ন বিজিবি কড়িয়া ক্যাম্পের সদস্যরা।

আজ ভোরে উপজেলার কড়িয়া বিজিবি ক্যাম্পের আওতাধীন ভারত সীমান— ২৭৭/৬ এস পিলারের আনুমানিক ১শ গজ বাংলাদেশ অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালীপাড়া মাঠে টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ১জন চোরাকারবারিকে আটক করে। এ সময় অপর ৩জন চোরাকারবারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আটক মাদক চোরাকারবারি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের পুত্র। কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আটক ও পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে