রাঙ্গামাটিতে বৈসু সাংগ্রাই বিজু বিষু বিহু উপলক্ষ্যে সভা ও শোভাযাত্রা

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম
রাঙ্গামাটিতে বৈসু সাংগ্রাই বিজু বিষু বিহু উপলক্ষ্যে সভা ও শোভাযাত্রা

আদিবাসী জুম্ম জাতির অস্তিত্ব নিশ্চিতকরণে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনে অধিকতর সামিল হই এই শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে বর্ষবরণ উপলক্ষে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু সাংক্রান উদযাপন কমিটির উদ্যোগে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা। বুধবার (৯ এপ্রিল) সকালে বিজু, সাংগ্রাই, বৈসুক, সাংক্রান, বিষু, বিহু উদযাপন পরিষদের উদ্যোগে শহরের পৌরসভা চত্বরে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

উদযাপন কমিটির আহবায়ক শ্রী প্রকৃতি রঞ্জন চাকমা সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিষ্টার দেবাশী রায়, সাবেক সংসদ সদস্য শ্রী ঊষাতন তালুদার, উৎসব কমিটির সদস্য সচিব ইন্টু মনি তালুকদার।

সাবেক এমপি ঊষাতন তালুকদার বলেন, ক্ষুদ্র জাতি সত্ত্বার উন্নয়নে সরকার এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তিন পার্বত্য জেলার ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠী এখনো সকল ক্ষেত্রে পিছিয়ে আছে। পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সেইসঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সংগ্রামে সবাইকে মাঠে থাকতে হবে। আনন্দের উচ্ছ্বাসের এই সময়েও উদ্বেগ, উৎকণ্ঠা আর নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে উৎসব পালন করতে হয় বলেও অভিযোগ করেন তারা।

চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেন, পাহাড়ের ছেলে মেয়েরা দেশের জন্য গৌরব বয়ে আনছে। রূপনা চাকমা, আনাই মঘিনী দেশের জন্য আনন্দ বযে নেছে। এবার হকিতেও পাহাড়ের দাপট দেখানো শুরু হয়েছে পুস্প জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছে। এটাতে আমাদের বুক ভরে যায়। সারা দেশের জন্য পাহাড়ের ছেলেমেয়েদের আন্তরিকতা আমাদেরকে মুগ্ধ করে। তিনি বলেন, আমারা সকলেই মিলে একটি বাংলাদেশ গড়তে পারি। 

অনুষ্ঠানের শুরুতে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে পাহাড়িদের ঐহিত্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি রাজবাড়ি শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক গায়ে দিয়ে তাদের সংস্কৃতি তুলে ধরেন। আনন্দ-আমেজে বৈসাবির উপলক্ষে সবার কাছে পৌঁছে দেয় এই শোভাযাত্রাটি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে