ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকাল ১১ টায় কৃষি পূনর্বাসনের অংশ হিসেবে আউশ ধান ও পাট চাষ সম্প্রসারনের লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রাস্তিক চাষীদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ, পাট বীজ ও সার বিতরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীল কমল সন্নাসী উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করেন।
জানা যায়, পুষ্টি সমৃদ্ধ আউশ ধান উৎপাদন সম্প্রসারনের লক্ষ্যে সরকারের গৃহিত কর্মসূচী বাস্তবায়নের জন্য উফসী আউশ ও নেরিকা আউশ ধান বীজ বিতরন করেন উপজেলায় কৃষি অধিদপ্তর। উপজেলার প্রতিজন কৃষককে ৫ কেজি করে উফসী আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার সহ ৭০০ জন কৃষকের মাঝে মোট ৩৭৫ কেজি উফসী আউশ ধান বীজ, ৭ মে.টন ডিএপি ও ৭ মে.টন এমওপি সার বিতরন করা হয়।
এছাড়া প্রতিজন চাষীকে ১ কেজি করে পাট বীজ, কেজি ডিএনপি ও ৫ কেজি এমওপি সার সহ ৪৩০ জন কৃষকের মাঝে ৪৩০ কেজি পাট বীজ, ২মে.টন. ২০০ কেজি ডিএপি সার ও ২মে.টন. ২০০ কেজি এমওপি সার বিতরন করা হয়।