১০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোট ৩১৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে এসএসসিতে ২৬৩০ জন ও দাখিল পরীক্ষায় ৫১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবার উপজেলার ৪ টি কেন্দ্রে এসএসসি ও ১ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৭৫ জন, রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৬২ জন, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১০ জন, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮৩ জন এসএসসি ও প্রসাদপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে ৫১৩ জন দাখিল পরীক্ষায় অংশ নিবে।