খানসামায় ৭ কেন্দ্রে এসএসসি ,দাখিল ও ভোকেশনাল শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত

এফএনএস (সিকান্দার আলী কাবুল ,খানসামা ,দিনাজপুর ) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৪:০৭ পিএম
খানসামায় ৭ কেন্দ্রে এসএসসি ,দাখিল ও ভোকেশনাল শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত

খানসামা উপজেলায় এসএসসি/দাখিল/ভোকেশনাল পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ০৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭৮৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৭৪৪ এবং অনুপস্থিত ৪৩ জন।

০১। খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় , মোট পরীক্ষার্থী :-৬২৫

উপস্থিত পরীক্ষার্থী-৬১৯

অনুপস্থিত পরীক্ষার্থী=০৬ 

২। জমিরউদ্দীন শাহ্  বালিকা উচ্চ বিদ্যালয়  এন্ড কলেজ, মোট পরীক্ষার্থী:-৫৮৩ জন

উপস্থিত পরীক্ষার্থী:-৫৮১জন

অনুপস্থিত পরীক্ষার্থী:-০২ জন

৩। গোয়াল ডিহি উচ্চ বিদ্যালয়,

মোট পরীক্ষার্থী:-৬৮৭

উপস্থিত পরীক্ষার্থী:-৬৭৮

অনুপস্থিত পরীক্ষার্থী:-০৯

৪।শাপলা গার্লস স্কুল,

মোট পরীক্ষার্থী :-৩৪৪

উপস্থিত পরীক্ষার্থী:-৩৪৪

অনুপস্থিত পরীক্ষার্থী:-০ 

৫।খানসামা দ্বী-মূখী ফাযিল মাদ্রাসা:-

মোট পরীক্ষার্থী:- ৩৬২ জন

উপস্থিত পরীক্ষার্থী:-৩৪৩ জন


অনুপস্থিত পরীক্ষার্থী :-১৯জন 

৬। খানসামা পাইলট বালিকা  উচ্চ বিদ্যালয় :- মোট  পরীক্ষার্থী= ১১০জন

উপস্থিত পরীক্ষার্থী=১০৯

অনুপস্থিত পরীক্ষার্থী=০১ জন

৭।খানসামা ভোকেশনাল :-

মোট পরীক্ষার্থী:- ৭৬

উপস্থিত পরিক্ষার্থী:-৭০

অনুপস্থিত পরিক্ষার্থী=০৬

খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার পরীক্ষা কেন্দ্র গুলো নিবিড় ভাবে পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন।

আশিক আহমেদ সহকারি কমিশনার (ভূমি ) পরীক্ষার প্রশ্ন পত্র কেন্দ্র গুলোতে সঠিক সময়ে সরবরাহ করেন। 

খানসামা থানা অফিসার ইনচার্জ নজমুল হক ও তার সঙ্গীয় ফোর্সের সদস্যগণ কেন্দ্র গুলোতে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য আইনশৃঙ্খলা বিষয় তদারকি করেন।

আপনার জেলার সংবাদ পড়তে