পিরোজপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ আজ বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় কলেজ ক্যামপাসে অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে তাদের সৃজনশীলতার পরিচয় দিয়ে থাকে, তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পায়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং পরসপরের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয়। সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে। এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে। উপাচার্য আরও বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীতে দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি সোস্যাল মিডিয়ার করাল গ্রাস থেকে দূরে থেকে স্বাস্থ্য সচেতনভাবে নিজেকে তৈরি করার জন্য পরামর্শ দেন। তিনি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ও বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য পিরোজপুরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় ও সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।