নীলফামারীর সৈয়দপুরে চাঁদাবাজীর মামলায় কথিত দুই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার নিজামের চৌপথি নামক স্থানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে ওই দুই সাংবাদিককে বিক্ষুদ্ধ জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। এ নিয়ে থানায় মামলা হলে পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে ৯ এপ্রিল আদালতে সোপর্দ করেন। গ্রেফতার ব্যক্তিরা হচ্ছে, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক তালাশ এর কথিত সাংবাদিক মোঃ রাজা (৪০) ও মোঃ ইবনে আলী সরকার (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়,গত মঙ্গলবার কথিত দুই সাংবাদিক উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নিজামের চৌপথী বাজারের মুদি দোকানী স্বপন আলীর বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ তুলে চাঁদা দাবি করে। এ সময় তারা দোকানে আসা ক্রেতাদের ভিডিও ধারণ করলে ক্রেতাদের সঙ্গে প্রচন্ড বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দোকানি স্বপনকে ফাঁসাতে দোকান তল্লাশির নামে তাদের কাছে থাকা গাঁজার টোপলা দোকানে রাখতে না পেরে দোকানি স্বপনের বাড়িতে ছুঁড়ে মারে। এই ঘটনায় বাজারের লোকজন উত্তেজিত হয়ে দুই কথিত সাংবাদিককে গণধোলাই দিয়ে আটকে রাখেন। পরে জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে তাদের পুলিশের হাতে সোপর্দ করে। চাঁদাবাজীর ঘটনায় দোকানি স্বপন আলী গত মঙ্গলবার রাতে বাদী হয়ে সৈয়দপুর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করেন। স্থানীয়দের অভিযোগ, কথিত দুই সাংবাদিক দীর্ঘদিন যাবত সৈয়দপুর উপজেলার নিজামের চৌপথি বাজার,নতুনহাট, সিপাইগঞ্জ বাজার ও তোফায়েলের মোড়সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। তারা মানুষকে মাদক বিক্রেতা,থাই জুয়ারি ও ভিসা প্রতারকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভয় দেখিয়ে চাঁদা আদায় করতো। তাছাড়া ওই দুই জনের মধ্যে রাজা নামে একজন নিজেও নেশা খোর এবং বিক্রেতা। হঠাৎ করে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে শহরে দাফিয়ে বেড়াত।
তাছাড়া গত ঈদের পুর্বদিন সৈয়দপুর প্লাজায় এক বাদাম বিক্রেতার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় রাজাকে আটক করে জনতা। পরে বিদ্যুতের পোলে বেঁধে জনতা তাকে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফইম উদ্দিন জনতার হাতে কথিত সাংবাদিক আটকের সত্যতা নিশ্চিত করে জানান,এই ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার দুই আসামীকে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।