মতলবে বেড়াতে এসে পানিতে ডুবে শিশু'র মৃত্যু

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৬:০৪ পিএম
মতলবে বেড়াতে এসে পানিতে ডুবে শিশু'র মৃত্যু

চাোদপুরের মতলব দক্ষিণ উপজেলায় উপাদী উত্তর ইউনিয়নের উপাদী ছৈয়াল বাড়ির পাশে নানার বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সের আমির হামজা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫)  ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত আমির হামজা ঘোড়াদাড়ী মিয়াজী বাড়ির গোলাম মোস্তফা ও রহিমা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার ছোট। সে  উপাদী গ্রামের ছৈয়াল বাড়ির রফিক ছৈয়ালের নাতি।

স্থানীয়রা জানান, সকালে আমির হামজা  তার খালাতো ভাই আব্দুর রহমান (৪) এর সঙ্গে খেলতে গিয়ে পাশের খালে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা খালে পানিতে শিশুটির নিথর দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের  কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের মামা আকরাম ছৈয়াল বলেন, “আমার বোন অসুস্থ। আমির হামজা ও তার খালাতো ভাই একসঙ্গে খেলছিল। হঠাৎ ওদের খুঁজে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি, ভাগিনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। গিয়ে ভাগ্নের নিথর দেহ দেখে নিজেকে আর সামলাতে পারছি না।এমনিভাবে ভাগিনাকে হারিয়ে ফেলবো কখনো ভাবিনি। "

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহমেদ বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। মামলা প্রক্রিয়াধীন।

এদিকে শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে