দিনাজপুরের ঘোড়াঘাটে মোট ৫টি কেন্দ্রে এস,্এস,সি, দাখিল ও কারিগরি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট উপজেলায় এবারে এস,এস,সি পরীক্ষার্থী সংখ্যা ছিলো মোট ১৩৭৮জন,দাখিল পরীক্ষায় ৩৮৭ জন ও কারিগরিতে ২৭৯জন। ঘোড়াঘাট কৈলাস চন্দ্র পাইলট স্কুল ও কলেজ কেন্দ্রে ২৭০জন,ওসমানপুর বালিকা বিদ্যালয়ে ৫৭৪জন ও রানীগঞ্জ সরকারী স্কুল ও কলেজ কেন্দ্রে ৬৩৫জন। এ ছাড়াও নুরজাহানপুর সামরিক কলোনী উ” বিদ্যালয় কেন্দ্রে কারিগরি পরীক্ষার্থী ছিলো ২৭৯ জন ও রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদরাসা দাখিল পরীক্ষার্থী ছিলো ৩৮৭জন। ঘোড়াঘাট কে,সি স্কুল ও কলেজ কেন্দ্রের সচিব আনিসুর রহমান জানান,তাঁর কেন্দ্রে ২জন প্রতিবিন্ধি ছাত্রী পরীক্ষা দিচ্ছে। বোর্ডের সিদ্ধান্তে ওই ২জনকে ৩০মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে। পরীক্ষা কেন্দ্র ১৪৪ধারা জারী থাকলেও পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকসহ জনসমাগম ছিলো চোখে পড়ার মত। তবে ভিতরের পরিবেশ ছিল অনেকটাই ভালো। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হয়।