কালীগঞ্জে মদ তৈরির উপকরণসহ এক নারী গ্রেফতার

এফএনএস (মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৮:০৯ পিএম
কালীগঞ্জে মদ তৈরির উপকরণসহ এক নারী গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে মদ তৈরির উপকরণসহ বিউটি কোরাইয়া (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

থানা সূত্রে জানা যায়, বুধবার (৯ এপ্রিল) ভোররাতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম শেখের নেতৃত্বে উপজেলার তুমলিয়া ইউনিয়নের জয়রামবের এলাকায় বাবলু কোরাইয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিউটি কোরাইয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির দক্ষিণ পাশে মজুদ করে রাখা ৮০ লিটার মদ তৈরির উপকরণ (জাওয়া/ওয়াশ) উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ২৪(খ) ধারায় ১০(৪)২৫ নং মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে বিউটি কোরাইয়াকে গ্রেফতার করা হয়। মদ তৈরির ৮০ লিটার উপকরণ জব্দ করা হয়েছে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে