চাঁদপুরে এসএসসি-সমমানের পরীক্ষায় ৫৯১ জন অনুপস্থিত, বহিস্কার ১

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৮:১১ পিএম
চাঁদপুরে এসএসসি-সমমানের পরীক্ষায় ৫৯১ জন অনুপস্থিত, বহিস্কার ১

চাঁদপুর জেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে ৩১ হাজার ২৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯১ জন অনুপস্থিত ছিলো। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় কচুয়া উপজেলার বিতারা ফাযিল মাদ্রাসা কেন্দ্রে একজন বহিস্কার হয়েছেন। তার রোল নম্বর: ২৯৫৩৩৪।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় প্রথম দিনের পরীক্ষার এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা সাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন এসএসসি প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৪৬ কেন্দ্রে ২২ হাজার ৪শ’ ৩২ জনের মধ্যে পরীক্ষা অংশ নেয় ২২ হাজার ৯৫জন। অনুপস্থিত ছিলো ৩৩৭জন।

এসএসসি (ভোকেশনাল) ১২ কেন্দ্রে ১হাজার ৭৪৬জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১হাজার ৭২৬জন। অনুপস্থিত ২০জন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও দাখিল ভোকেশনালে ১৯ কেন্দ্রে ৭ হাজার ৭৭ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬হাজার ৮৪৩জন। অনুপস্থিত ২৩৪জন।

আপনার জেলার সংবাদ পড়তে