আজ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচী: সোহরাওয়ার্দীতে যোগ দিচ্ছেন প্রতিবাদী জনতা

এফএনএস অনলাইন:
| আপডেট: ১২ এপ্রিল, ২০২৫, ০৪:২৭ পিএম | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ১১:৪৬ এএম
আজ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচী: সোহরাওয়ার্দীতে যোগ দিচ্ছেন প্রতিবাদী জনতা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম।

আজ শনিবার বিকেল ৩টায় এই গণজামায়াতে শুরুর কথা থাকলেও সকাল থেকে মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দিতে শুরু করেন।

ছোট-বড় মিছিল নিয়ে বিভিন্ন সংঘঠনের মানুষসহ আলাদা আলাদা ভাবেও অনেকে এ কর্মসূচীতে যোগ দিচ্ছেন। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্ত্বরের দিক থেকে, আবার কোনোটি আসছে নীলক্ষেতের দিক থেকে। প্রত্যেকের হাতে রয়েছে দেশের ও ফিলিস্তিনের পতাকা। 

আয়োজকরা জানিয়েছেন, নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে ও বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। আশা করা যাচ্ছে, সারাদেশ থেকে কয়েক লাখ মানুষ এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে।

সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে তল্লাশি চৌকি, সন্দেহ হলেই আগতদের তল্লাশি করা হচ্ছে।

ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, “এই কর্মসূচি ঘিরে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনসহ অন্যান্য বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

“আয়োজকদের যে পাঁচটি স্টার্টিং পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো থেকে শুরু করে একেবারে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত আমাদের পর্যাপ্ত সদস্য দায়িত্ব পালন করছেন।”

ডিএমপি ট্রাফিক রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার কাজী রোমানা নাসরিন বলেন, “ব্যাপক জমায়েতের বিষয়টি মাথায় রেখে আমাদেরও প্রস্তুতি রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের সদস্যরা কাজ করছেন।”

রাজধানীর বিভিন্ন স্থান থেকে সমাবেশে যোগ দিতে আসা মিছিল সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য পাঁচটি প্রবেশ পথ নির্ধারণ করা হয়েছে কর্মসূচির আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’।

১. বাংলা মোটর থেকে আসা মিছিল উদ্যানে প্রবেশ করবে শাহবাগ হয়ে রমনা গেইট দিয়ে।

২. কাকরাইল মোড় হয়ে আসা মিছিল উদ্যানে প্রবেশ করবে মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট গেইট দিয়ে।

৩. গুলিস্তান জিরো পয়েন্ট এর দিক থেকে আসা মিছিল দোয়েল চত্বর হয়ে এসে টিএসসি গেইট দিয়ে উদ্যানে প্রবেশ করবে।

৪. বকশীবাজার মোড় দিয়ে আসা মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে টিএসসি গেইট দিয়ে উদ্যানে ঢ়ুকবে।

৫. নীলক্ষেত মোড় দিয়ে আসা মিছিল ভিসি চত্বর হয়ে টিএসসি গেইট দিয়ে সোহরোওয়ার্দীর সমাবেশে যোগ দেবে।

এরই মধ্যে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সামিল হচ্ছে।

এতে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।

আপনার জেলার সংবাদ পড়তে