টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মধুপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মধুপুর-ময়মনসিংহ সড়কে এই কর্মসুচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার গুম খুন আর বন্দি করণের মাধ্যমে মানুষের মানবাধিকার হরণ করেছিল। ৫আগস্টা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গুম খুন ও নির্যাতনের শিকার মানুষগুলো তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে পাওয়া ও অপরাধিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে। আমরাও ছাত্রদলের গুম হওয়া নেতাকর্মীদের ফিরে পাওয়ার দাবি জানাচ্ছি। মানববন্ধনে সভাপতিত্ব করেন মধুপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো: মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শাখা ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম রোমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌরছাত্রদলের আহবায়ক সঞ্জয় সিং, সদস্য সচিব সাব্বির আহমেদ, মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। এতে মধুপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেন।