শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে চাঁদপুর জেলা শহরে বাইশ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল২০২৫) বিকেলে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। বাংলা নববর্ষের প্রথম দিন “পহেলা বৈশাখ”বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবকে আরও আনন্দময় করে তুলতে
চাঁদপুর জেলা প্রশাসন এর সহযোগিতায় স্থানীয় নারী উদ্যোক্তাদের নিয়ে এই মেলার আয়োজন করেছে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হলে আমি বিশ্বাস করি সমাজে তাদের মর্যাদা বাড়বে। পারিবারিক জীবনে গুরুত্ব বাড়বে। এটি শুধুমাত্র নারীদের আয়োজন সে জন্য মেলার অনুমোদন দিয়েছি। আর এই মেলায় শুধুমাত্র চাঁদপুরের উদ্যোক্তারাই অংশগ্রহণ করতে পারবে। এর বাহিরে কাউকে পাওয়া গেলে মেলার অনুমোদন বাতিল হবে।
তিনি বলেন, আমাদের নৈতিক দায়িত্ব নারীদেরকে প্রমোট করা।
তিনি বর্ষবরণ উদযাপন প্রসঙ্গে বলেন, আমাদের চাঁদপুর স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের হবে। আমি চাই, সেদিন চাঁদপুরের সকল মানুষ অংশগ্রহণ করবে। আমাদের সংস্কৃতি অঙ্গন একটি ভালোমানের শোভাযাত্রা করার চেষ্টা করছে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভা যাত্রা।
এছাড়াও জেলা প্রশাসনের বর্ষবরণ উপলক্ষ্যে গ্রামীণ খেলাধুলাসহ প্রেসক্লাবের পিছনে ডাকাতিয়া নদীর পাড়ে ঘুড়ি উৎসব হবে। চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার, সিনিয়র সহ-সভাপতি পাপড়ি বর্মন, পরিচালক ফেরদৌসী বেগম আলো, জোহরা আনোয়ার হিরা, সদস্য রাখী সিনহা, তানিয়া ইসলামসহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র প্রেসিডেন্ট মনিরা আক্তার বলেন, “আমাদের এই আয়োজন শুধুমাত্র আনন্দ বিনোদনের জন্য নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে স্মরণ করার একটি প্রয়াস। আমাদের লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের সাথে পরিচিত হওয়া,বিনোদন পরিবার, বন্ধু ও প্রিয়জনদের নিয়ে একত্রে এই আনন্দ ভাগ করে নেওয়া।” এই আয়োজন যেন হয়ে উঠুক নতুন বছরের আনন্দের পথ , বর্ণিল, প্রাণবন্ত এবং হৃদয়গ্রাহী।
তিনি জানান, ১২ এপ্রিল থেকে এই মেলা শুরু হলো, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মেলাতে প্রায় অর্ধশত স্টল তৈরী করা হয়েছে। বহু উদ্যোক্তা তাদের পণ্য সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও মেলাতে বিনোদনসহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।