বগুড়ায় ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৫, ০২:৪১ পিএম
বগুড়ায় ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

বগুড়ায় র‌্যাবের অভিযানে র‌্যাব সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী শিহাব হোসেন সাগর (২১) কে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের এই কর্মকর্তা জানান, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, র‌্যাব সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী শিহাব হোসেন সাগর (২১) দেশীয় অস্ত্রসহ সদরের নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস দল ১২ এপ্রিল দিবাগত রাত দেড়টার অভিযান পরিচালনা করে দারিয়াল হাজরাদিঘী এলাকার আব্দুল হান্নান পুত্র শিহাব হোসেন সাগর (২১) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শিহাবের হেফাজতে রাখা দুটো স্মার্ট ফোন, দুটো বাটন ফোন, তিনটি সিম কার্ড, দুটো মেমোরি কার্ড, দুটো  বার্মিজ চাকু, একটি সিপিইউ, একটা হার্ডডিস্ক, একটা এসএসডি কার্ড, একটা রাম দা, চারটা কাঠের ও ষ্টিলের হাতল যুক্ত চাকু, একটা চাপাতি, একটা ছোড়া উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃত আসামী সাগর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করতো এবং তাদেরকে র‍্যাবের বিভিন্ন ধরনের ছবি পাঠাতো। ছবি পাঠানোর একপর্যায়ে সে বিভিন্ন মেয়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত। একপর্যায়ে সে ঘনিষ্ঠ হতো এবং সেই সব মেয়েদের কাছ থেকে বিভিন্ন রকম স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করত আর এইসব ছবি দিয়ে সে তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করত এবং সেগুলোর ভিডিও করে রাখতো পরবর্তীতে ব্ল্যাকমেইল করার জন্য। গ্রেপ্তারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে