কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের আখড়া থেকে বলিয়ার্দী ২ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২ মাস আগে কিশোরগঞ্জের তাড়াইলের জনৈক ঠিকাদারের নিকট ১ কোটি ৯ লক্ষ টাকা দিয়ে বাজিতপুরে স্থানীয় ঠিকাদার কাজটি কিনে নেয়। কিন্তু ২ মাস আগে এ রাস্তাটির কাজ শুরু হলেও এখনো পর্যন্ত কোনো খোজঁ খবর নেই। বিভিন্ন যন্ত্রাদী দিয়ে মাটি আঁচড়িয়ে কংক্রিট ফেলেছে দেড় মাস আগে। এ সময় তারা কংক্রিটের উপর বালি দেয়। বালি দেওয়ার পর থেকে আজ পর্যন্ত এ এলাকার শতশত জনতা রিকসা অথবা সিএজি যোগে বাড়িতে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। যদিও এলাকার মানুষ চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুঘর্টনা ঘটে যেতে পারে বলে এলাকায় অভিযোগ রয়েছে। যদিও রাস্তার মধ্যে কংক্রিট দেওয়া হয়েছে তাও আবার নিম্নমানে বলে এলাকার বাসির অভিযোগ। এ বিষয়ে বাজিতপুর উপজেলা প্রকৌশলী বনি আমিন কে ফোন দিলে তিনি বলেন, ব্যস্ত আছেন।