মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

এফএনএস (ফারুক আহমেদ, মেহেরপুর) :
| আপডেট: ১৩ এপ্রিল, ২০২৫, ০৩:১৩ পিএম | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৫, ০৩:১২ পিএম
মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) ভোরে মেহেরপুর শহরের নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার সন্দিগ্ধ আসামি আব্দুস সালামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

আপনার জেলার সংবাদ পড়তে