কোটচাঁদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

এফএনএস (কাজী মৃদুল, কোটচাঁদপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৫, ০৩:২৩ পিএম
কোটচাঁদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দূর্ঘটনায় চৈতন্য পাল (৪০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৩/০৪/২০২৫) সকাল ৭টার দিকে কোটচাঁদপুর-কালিগঞ্জ মহাসড়কের নওদা গ্রাম বটতলা নামক স্থানে। 

পুলিশ সূত্রে জানা গেছে- কোটচাঁদপুর উপজেলার ফাদিলপুর গ্রামের মৃত কার্তিক পালের ছেলে ভ্যান চালক চৈতন্য পাল ভ্যানে কলা বোঝাই করে উপজেলার সাবদারপুর কলার হটে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে নওদা গ্রাম বটতলার নিকট পৌঁছালে কালিগজ্ঞ গামী মাহিন নামের শাপলা এক্সপ্রেসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সাথে মুখো মুখি সংঘর্ষ হলে ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যায়। বাসটি দ্রুত পালিয়ে গেছে। কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। তবে লিখিত ভাবে এখনো কেউ অভিযোগ করেনি।

আপনার জেলার সংবাদ পড়তে