নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে নেশা জাতীয় ৩০পিস ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার পারইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পারইল এলাকায় শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। মাদক বিক্রির সময় পারইল হাটখোলা পাড়া এলাকার বিকাশ চন্দের ছেলে শুব্রত (২৭) ও একই এলাকার দ্বিজেন্দ্রনাথের ছেলে সৌরভ (২২) কে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে নেশা জাতীয় ৩০পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।