রোববার রাত আনুমানিক ৩টার সময় উত্তর দিক হতে আসা কালবৈশাখী ঝড়ে কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের ভুট্টা, কলাবাগান, আম, লিচু সহ বিভিন্ন গাছপালার ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ঝড়ে গাছপালা বিদ্যূতের লাইনে পড়ে যাওয়ায় রাত ৩টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল। কাহারোল পল্লী বিদ্যুত অফিস জানায় ঝড়ের কারণে বিদ্যূতের লাইনের উপর গাছ পড়ে থাকার কারণে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ঝড়ের কারণে বিশেষ করে লিচু, আম ও ভুট্টার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুট্টা চাষী ও লিচু-আম বাগানের মালিকগণ। জয়নন্দ এলাকার ভুট্টা চাষী সুকুমার রায় জানান, তার এক বিঘা ভুট্টার জমি মাটিতে হেলে গেছে। ভবিষ্যতে ভুট্টা হবে কি না তা বলা যাচ্ছে না। একই গ্রামের কৃষক হরিচরণ বলেন, তার দুই বিঘা ভুট্টার গাছ মাটিতে শুয়ে গেছে। অন্যদিকে ৪নং তারগাঁও ইউনিয়নে পাহাড়পুর গ্রামে ভুট্টার গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, গতকাল দুপুর ১২টায় এলাকা ঘুরে দেখা গেছে, ভুট্টার গাছগুলি মাটিতে হেলে পড়েছে।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৮শত ৯০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। অপরদিকে খরিপ-১ জাতের দুই হাজার পঁচিশ হেক্টর জমিতে ভুট্টা লাগানো হয়েছে।
এ ব্যাপারে কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ সংবাদ মাধ্যমকে বলেন, ঝড়ে ভুট্টা সহ অন্যান্য কোনকিছু তেমন ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।