ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জাটকা সংরক্ষন অভিযান হিসেবে গত শনিবার বিকেলে পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ মেজিষ্ট্রেট নিশাত ফারাবী। অভিযানে পদ্মা নদীতে কারেন্ট জাল ব্যাবহার করে জাটকা নীধনের দায়ে ৪ জেলেকে ১৫ দিন করে বীনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জেলেদের দন্ড দেন ভ্রাম্যমান আদালত। এসব দন্ড প্রাপ্ত জেলেরা হলো-পাবনা জেলার আমিনপুর গ্রামের আসলাম মন্ডল (৫০) সিরাজগঞ্জ জেলার সাজাতপুর গ্রামের মোঃ বাবুল ইসরাম (৪২) রাজবাড়ী জেলার পানশা উপজেলার মোঃ আবু সাঈদ (৪০) ও পাবনা জেলার সোজানগর গ্রামের মোঃ হান্নান মোল্যা (৩৫)। এসব দন্ডপ্রাপ্ত জেলেদের ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, এ ভ্রাম্যমান আদালতের অভিযানের অন্যরা হলেন-উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, চরভদ্রাসন থানার এএসআই সোহেল রানা, মোবাইল কোর্ট পেশকার রাসেল মুন্সি, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামীম আরফিন ও নাহিদুজ্জামান নাহিদ প্রমূখ। অভিযানে পদ্মা নদীতে ব্যাবহৃত ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার মিটার বেড়জাল জব্দ করার পর পদ্মা পারে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলেও জানা যায়।