শেরপুরে ফিলিস্তিনিদের নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৫, ০৬:২৬ পিএম
শেরপুরে ফিলিস্তিনিদের নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন গণহত্যা বন্ধের দাবিতে রোববার (১৩ এপ্রিল) দুপুরে শেরপুরের ঐতিহ্যবাহী জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার আয়োজনে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে শেরপুরে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যানারে ও সর্বস্তরের জনতার সমন্বয়ে হাজারো মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এসময় মিছিলকারীরা ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ইসরাইল নিপাত যাক, ইসরাইলি পণ্য বর্জন করুন ইত্যাদি নানা স্লোগানে শহর প্রদক্ষিণ করে। মিছিলটি জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে থানা মোড় চত্বর- জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে শহর প্রদক্ষিণ শেষে তেরাবাজার মাদ্রাসায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শুরুর আগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাহাতের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ, মামুনুর রশিদ পলাশ, সাইফুল ইসলাম স্বপন, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সহ সভাপতি লুৎফর রহমাান বাদল ও সভাপতি শফিউল আলম চানঁ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে