চট্টগ্রামে জিপিএইচ ইস্পাত কারখানার লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৫, ০৭:১৪ পিএম
চট্টগ্রামে জিপিএইচ ইস্পাত কারখানার লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত

 চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানার লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল  ১১টায় উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় জিপিএইচ ইস্পাত কারখানায় ওই মর্মান্তিক  ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকরা হলেন- মোঃ মোস্তফা (২৪) ও মোঃ রিফাত (২৫)। নিহত রিফাত মীরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে। অপর শ্রমিক মোস্তফা বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে। তাদের মৃত্যুর খবরে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।  স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কারখানায় অন্যান্য দিনের মতো কাজ করছিল শ্রমিক মোস্তফা ও রিফাত। এ সময় লিফটের তার ছিঁড়ে উপর থেকে নিচে পড়ে গেলে এতে দুই শ্রমিক গুরুতর আহত হয়। এরপর অন্য শ্রমিকরা 

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে এই  শ্রমিক দুজন মারা যায়। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সার্কেলের পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ।

তিনি বলেন, সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান জিপিএইচ ইস্পাত কারখানায় দুই শ্রমিক দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি আমাকে জানিয়েছেন। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে