মুন্সীগঞ্জের গজারিয়ায় দিনে দুপুরে একটি মোটর সাইকেল চোরেরা চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার নয়াকান্দী গ্রামের ব্যবসায়ী আলী আকবরের বাড়িতে ঘটে এ ঘটনা। এব্যাপারে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন হিটলার নামে এক ব্যক্তি।
ভুক্তভোগী হিটলার অভিযোগে উল্লেখ করেছেন, তিনি নয়াকান্দি গ্রামে ব্যবসায়ী আলী আকবরের বাড়িতে ভাড়া থাকেন এবং ফিদা ফিলিং স্টেশনে ক্যাশিয়ার পদে কর্মরত আছেন। রোববার দুপুর একটার দিকে খাবার খাওয়ার উদ্দেশ্যে কর্মস্থল থেকে
সোজুকি মডেল ব্লু রঙের মোটর সাইকেল (কুষ্টিয়া ল-১১-৬৮২৬) যোগে বাড়িতে আসেন তিনি।
বাড়ির সামনে তার মোটর সাইকেলটি রেখে ভবনের ভেতরে যান। ওই দিন দুপুর ২টার দিকে ভবন থেকে বাইরে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। পরে সিসি ফুটেজে দেখতে পান দু'জন ব্যক্তি এসে কৌশলে তারা মোটর সাইকেলটির তালা খুলে নিয়ে চলে যায় চোরেরা। বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে ওই দিন বিকালে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তিনি পুলিশের সহযোগিতা কামনা করেন।
এদিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ জানান, চুরির ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে যার মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানান তিনি।