চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোটদারোগাহাট এলাকায় পূর্বলালানগর গ্রামের ইব্রাহিম এর বাড়ির প্রতিবন্ধী শাহেনা আক্তার প্রকাশ শানুর ঘর আগুনে পুড়ে যায়। বর্তমানে মহিলাটি তার ২কন্যা সন্তান নিয়ে খোলা আকাশের নীচ বসবাস করতে হচ্ছে। এদিকে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দ চাউল শনিবার ১২ এপ্রিল রাতে ডালসহ কিছু উপহার নিয়ে এই প্রতিবন্ধী মহিলার গ্রামের বাড়িতে যায়। প্রতিবন্ধী শাহানা আক্তার সাংবাদিকদের কাছে পেয়ে কান্না জড়িত কন্ঠে বলেন, শত্রুতা করে রাত ৩টার সময় তার ঘরে তিন দিকে থেকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এখন আমি অসহায়। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সীতাকুণ্ড প্রেসক্লাব এর আহ্বায়ক জহিরুল ইসলাম, সীতাকুণ্ড প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আ ফ ম বোরহান উদ্দিন, আতাহার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড প্রেস ক্লাবর যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিএসসি, সদস্য কামরুজ্জামান, ফারহান সিদ্দিক, ডাক্তার কামালসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।