বাংলা নববর্ষ ১৪৩২ বরণে পাংশা উপজেলা প্রশাসন দিনব্যাপী বর্ণিল কর্মসূচি গ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদার সভাপতিত্বে প্রত্যুষে বর্ণিল আনন্দ র্যালি দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় সংস্কৃতিক অনুষ্ঠানের। উপজেলা পরিষদ চত্বরে বসে লোকজ ও কারু পণ্যের মেলা। অনুষ্ঠানমালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ, গণমাধ্যম সংগঠন ও কর্মীবৃন্দ, স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী শিক্ষক বর্ণিল সাজ সজ্জায় কর্মসূচিতে অংশগ্রহণ করে। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে রচনা প্রতিযোগিতা। প্রতি ইউনিয়নে নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।