পাকুন্দিয়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৫, ০২:০৫ পিএম
পাকুন্দিয়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

অতীতের সব গ্লানি ও বিভেদ ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দ শোভা যাত্রায় সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন বিষয় তুলে ধরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোষাকে আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করে।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে কবিতা আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন হয়। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা কৃষি অফিসার নূর-ই-আলম, উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

তবে এবছর প্রশাসনের অনুমতি না থাকায় শত বছরের ঐতিহ্যবাহী পোড়াবাড়িয়ার গ্রামীন মেলা অনুষ্ঠিত হচ্ছে না।

আপনার জেলার সংবাদ পড়তে