টাঙ্গাইলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

টাঙ্গাইলে নববর্ষের উপলক্ষে ঘোড়ার র্যালী

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৫, ০৪:৩০ পিএম
টাঙ্গাইলে নববর্ষের উপলক্ষে ঘোড়ার র্যালী

টাঙ্গাইলে ১৪৩২ বাংলা নববর্ষ উপলক্ষে বাংলার ঐতিহ্য বাহী ঘোড়ার র্যালী হয়েছে। সোমবার(১৪ এপ্রিল) টাঙ্গাইলের পৌরসভার চাউল্ডহুড ও স্টার ওয়ার্ল্ডের আয়োজনে এ ঘোড়া র্যালী আয়োজন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর প্রশাসক শিহাব রায়হান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

অপর দিকে জেলা প্রশাসন থেকে সকালে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে এসে শেষ হয়। এসময় বাংলা নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধন করে জেলা প্রশাসক শরীফা হক। 

এসময় আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম,রুবেল,মহব্বত হোসেন, মহিউদ্দিন সুমন,বাতেন,শামীম আল মামুন, শাফিউজ্জামান মোস্তফা প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে