খুলনার দিঘলিয়া উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (পহেলা বৈশাখ ১৪ই এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণের কার্যক্রম শুরু হয়। তারপর উপজেলা পরিষদ চত্বর হতে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, ওসি তদন্ত মোঃ টোকনুজ্জামান, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন্নেছা, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, ফরমাইশখান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ কাইউুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিএম শাহ আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোনায়েম খান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার বিপাশা দেবী তনু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নিসা, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন নাহার, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা তথ্য সেবা অফিসার সাঈদা খাতুন, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাস। আরো উপস্থিত ছিলেন গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, সেনহাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুর আলম, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনছার আলী বিশ্বাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈশাখী গান ও নৃত্য পরিবেশন করা হয়।
উপজেলা বিএনপিঃ দিঘলিয়ায় বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে পহেলা বৈশাখ উদযাপন ও র্যালি করা হয়েছে। বিএনপিসহ সকল অঙ্গ-সংগঠনের আয়োজনে সোমবার সকাল ৮ টায় উপজেলা চৌরাস্তা এলাকা থেকে র্যালি হয়। র্যালি টি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিঘলিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপি আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু, সদস্য সচিব আব্দুর রাকিব মল্লিক, খুলনা জেলা যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, শরীফ মোজাম্মেল হোসেন, যুগ্ন আহবায়ক গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হোসেন, আবুল কালাম আজাদ, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মোল্লা সাজ্জাদ হোসেন, খান মোহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতি ইলাহী স্পিকার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, ডাঃ এস এম মেহেদী হাসান, শেখ হেদায়েতসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও নানা মনোজ্ঞ কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে।