গফরগাঁওয়ে খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ শোভাযাত্রা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০১:৫৩ পিএম
গফরগাঁওয়ে খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ শোভাযাত্রা

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঐতিহ্যবাহী  শিক্ষা প্রতিষ্ঠান খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ-১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় চত্বরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় বিদ্যালয় হলরুমে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে প্রধান শিক্ষক বীনা দেবনাথ এর সভাপতিত্বে বর্ষবরণ সম্পর্কিত আলোচনা সভা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক আকবর হোসেন, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বর্ষবরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শরীর মন ভালো রাখতে সহায়তা করে।

আপনার জেলার সংবাদ পড়তে