ভাঙ্গুড়ায় মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৭ এএম
ভাঙ্গুড়ায় মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সব নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর)  বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ূন আহমেদ মুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ূন কবির,  উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল রানা পিন্টু প্রমুখ। মানববন্ধন থেকে গুম-খুনের সাথে জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার দাবি করেন ছাত্রদল নেতৃবৃন্দ । 

আপনার জেলার সংবাদ পড়তে