মান্দায় মাদকসেবীর কারাদণ্ড

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৪ এএম
মান্দায় মাদকসেবীর কারাদণ্ড

নওগাঁর মান্দায় মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বারিল্যা বটতলা এলাকা থেকে তাকে আটকের পর সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন (৪০)। তিনি উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের সানাউল্লাহর ছেলে বলে জানা গেছে।  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার শারমিন জাহান লুনা বলেন, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে পুলিশের সহায়তায় মাদকসেবী আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মাদক সেবনের কথা স্বীকার করায় তাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ১০ দিনের সাজা প্রদান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে